রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে অস্ত্র, মাদক, দস্যুতা, চুরি ও বিস্ফোরক আইনে মোট ১৪টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মামুন ওরফে বুলেট মামুন (৩৩)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, প্রতারক ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংস্থাটি। এই ধারাবাহিকতায় গত ১২ জুলাই র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর এলাকায় ‘বুলেট মামুন’ নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে।

১৩ জুলাই ২০২৫, বিকেল ৫টায় রাজধানীর শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৩। এ সময় আলাকান্দি, জগৎপুর, তিতাস, কুমিল্লা এলাকার বাসিন্দা মোঃ মামুন ওরফে বুলেট মামুনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা, ২২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত নগদ ৪২,১৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, দস্যুতা, চুরি ও বিস্ফোরক আইনে দায়ের করা ১৪টি মামলার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তার বিরুদ্ধে ফুটপাত থেকে চাঁদাবাজি, ভূমি দখল, সন্ত্রাসী কায়দায় প্রভাব বিস্তার, অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।