বাংলাদেশ জামায়াতে ইসলামির কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী বলেছেন, অতীতে শ্রমিকদের রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তবে এবার এ ধরনের পরিস্থিতি মেনে নেওয়া হবে না। এসময় তিনি শ্রমিকদের অধিকারের পক্ষে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকদের আর কেউ ব্যবহার করতে পারবে না। আমাদের সংগঠন সবসময় শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে যাবে।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলায় এসে শেষ হয়। এতে জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন। তিনি বলেন, শ্রমিকদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু তাদের প্রকৃত সমস্যাগুলোর দিকে কেউ মনোযোগ দেয়নি। আমরা সেই ধারার পরিবর্তন আনতে চাই।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- জেলা শাখার উপদেষ্টা মাওলানা নাজমুল ইসলাম, অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া প্রমুখ।সম্মেলনে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শ্রমিকদের নিয়ে রাজনৈতিক উদ্দেশে কোনো ধরনের অপব্যবহারের কঠোর প্রতিবাদ জানান। শ্রমিকদের সর্বদায় সজাক থাকতে হবে। শ্রমিক -মালিক সম্পর্ক বজায় রাখতে হবে।