সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম তালুকদার পিএএ।

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমী চত্তরে সরকারী কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দের সাথে জেলা কোর কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামিম আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আশেকুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠ শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম। ফরিদপুর জেলা এনএসআই এর যুগ্ম-পরিচালক মোঃ মজিবুর রহমান, ফরিদপুর র‌্যাব- ১০ এর অধিনায়ক কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এ কে এম সাইখ আক্তার, জেরা আনসার ভিডিবি কর্মকর্তা নাদিরা ইয়াসমিন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, সহকারী কমিশনার তানিয়া আখতার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ ওমর ফয়সাল, সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুল কবির মনির, সাবেক কমান্ডার ডাঃ এ গাফ্ধসঢ়;ফার, প্রফেসর গবিন্দ চন্দ্র বিশ^াস, সাংবাদিক সাব্বির হাসান, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কাউসার, 


বেগম রোকেয়া পদকপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষিকা মিসেস রহিমা খাতুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাবুরচর উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সদরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, মুফতি মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মাদক সন্ত্রাস জুয়া বাল্য বিবাহ কাগজপত্র বিহীন মোটর সাইকেল ও পদ্মা ও আড়িয়ালখা বিধৌত ৩টি ইউনিয়নের নদী ভাঙ্গনের উপরে আলকপাত করেন। সভা শেষে অতিথিগণ দিনভর উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেন।