সভায় সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানান, গত বছর ৪৫ টি পূজা মন্ডপে পূজা উদযাপন হলেও এ বছর ২৫ টি পূজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে না।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে এসময় উপস্থিতি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, ওয়েস্টজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক প্রকৌশলী শাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এসান মিয়া, ফায়ারসার্ভিস ইউনিট কমান্ডার ইলিয়াস আলী মোল্লা, সদরপুর উপজেলার বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, জাকের পার্টির সভাপতি, আব্দুল রাজ্জাক বেপারী , ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আঃ হামিদ মাস্টার, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

সভায় সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানান, গত বছর ৪৫ টি পূজা মন্ডপে পূজা উদযাপন হলেও এ বছর ২৫ টি পূজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে না।