সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১ তম শুভ জন্মদিন উপলক্ষে মান্দায় দোয়া ও মিলাদ মাহফিল
নওগাঁ প্রতিনিধিঃ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন “গণতন্ত্রের মা” দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম শুভ জন্মদিন উপলক্ষে শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ) বিকেলে উপজেলার মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য,মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী,সিনিয়র সহ- সভাপতি মকলেছুর রহমান মকে,সহ-সভাপতি এ.কেএম নাজমুল হক নাজু, গোলাম সরোয়ার স্বপন, সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক সুলতান,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এমদাদুল হক,শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার,নওফেল আলী মন্ডল,দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ,ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,ডি.এম আব্দুল মালেক, জুয়েল রানা,শরিফুল ইসলাম বেলাল,শফিকুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান সিদ্দিক হোসেন, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মলয় কুমার ঘোষ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী,পাশ্ববর্তী সফাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামশুল আলম বাচ্চু,সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।