সিলেটের কাষ্টঘরে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ও নগদ অর্থসহ আটক ২৫
সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী এক সাঁড়াশি অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মোঃ মাসুদ রানার নেতৃত্বে এই অভিযানে বিভিন্ন ইউনিটের মোট ২৭১ জন পুলিশ সদস্য অংশ নেন। এসময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), উপ-পুলিশ কমিশনার (উত্তর) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রী
অভিযান শেষে আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয় ইয়াবা ট্যাবলেট: ২২০ পিস, গাঁজার পুড়িয়া: ৬৯০টি, দেশীয় চোলাই মদ ১৫৮ লিটার, মাদক বিক্রির নগদ ৫৭,০৫০ টাকা।
আটককৃত ২৫ জনের তালিকা
১. মোস্তাকিম আহমেদ আনন্দ (২০) ২. জাকির হোসেন রাকিব (৩২) ৩. মোঃ সফর আলী (৩৫) ৪. মোঃ আব্দুর রাকিব (২৫) ৫. মোঃ দেলোয়ার হোসেন (৩৭) ৬. অন্তর বাশফর (২১) ৭. মনির হোসেন (৩২) ৮. মিঠুন বাশফর (৩৮) ৯. লক্ষণ লাল (৫০) ১০. বিপ্লব লাল (১৮) ১১. আশিক লাল (২২) ১২. শ্রাবণ লাল (২২) ১৩. থাকাশ রায় (২১) ১৪. আক্তার হোসেন (৪৫) ১৫. শুভ লাল (৩৭) ১৬. আকাশ সরকার (২০) ১৭. অজিত বর্মন (৩২) ১৮. টিটুলাল (২১) ১৯. মোন্না লাল (৩২) ২০. ব্লুটকি রানী (৫৫) ২১. সালমা বেগম (৩২) ২২. মোঃ আলামিন মিয়া (২৫) ২৩. ওম লাল (১৬) ২৪. মোঃ সাকিবুল ইসলাম (৩১) ২৫. পাপ্পু লাল বাশফর (৩০) পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদেরকে বর্তমানে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।