শনিবার (২৯ মার্চ) জেলার গোলাপগঞ্জ উপজেলার বারকোট, দত্তরাইল, রায়ঘর, শিলঘাট, উত্তর কানিশাইল, উত্তর ঘোষগাও, নিশিন্তপূরের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার প্রদান করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ,এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে এই উপজেলার শহীদগণ হলেন— শহীদ তাজ উদ্দিন (টিকাদার),শহীদ মিনহাজ আহমেদ (CNG মেকানিক), গৌছ উদ্দিন (CNG ড্রাইভার).সানী আহমেদ, (রাজমীস্ত্রী) জয় আহমেদ (দর্জি),পাবেল আহমেদ কামরুল (ভূষিমাল দোকানকর্মচারী), নাজমুল ইসলাম (দোকান কর্মচারী।
সাক্ষাৎ পর্বে শহিদদের পরিবার বিশেষ করে পিতামাতা সহ অন্যান্য সদস্যরা আবেগাপ্লুত হয়ে যান। উনারা বলেন যে উনাদের পরিবারের এই শহীদ সন্তানেরা এই ঈদে পরিবারের সাথে ঈদ পালন করার কথা ছিল কিন্তু আল্লাহর হুকুমের উনারা দেশের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আজকে উনাদের সন্তানদের সাথী আন্দোলনের সাথী হিসেবে নেতৃবৃন্দ এই ঈদে উনাদের সাথে সাক্ষাতে এসেছেন এইটা আনন্দের।
ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ শহিদ পরিবারদের বলেন, সবাই ঈদে বাড়ি যাচ্ছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি মনে করে শহীদ ভাইদের পরিবারের পাশে থাকাটাও আমাদের ঈদের খুশির অংশ। উনি আরো আশ্বস্ত করেন খুনিদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে শহিদ পরিবারের পাশেও থাকবো ইনশাআল্লাহ।
সাক্ষাৎ পর্বে আরও উপস্থিত ছিলেন, এন সি পির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ রুবেল, নুরুল হক, বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য সচিব ছাত্রনেতা নুরুল ইসলাম, ছাত্রনেতা সালমান খুরশেদ, আলি ওহি প্রমুখ।