সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক ও
পণ্য সামগ্রী আটক হয়েছে।
গত ২৪ দিনব্যাপী বেনাপোল বিওপি, আমাড়াখালী চেকপোষ্ট, পাঁচপীরতলা ও
আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ
মাদক ও পণ্যের চালান আটক হয়।
বিজিবি জানিয়েছেন, ৬লক্ষ ৪হাজার ৯৬০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল,
গাঁজা, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এ কসমেটিক্স
আটক করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্
সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যশোর ব্যাটালিয়নের
দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে
বিজিবি সদস্যরা মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ
করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই
অব্যাহত থাকবে।