ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজা ও রাফা'য় বর্বরোচিত হামলায় শিশ্ত, মহিলা ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি।
রবিবার (১৩ এপ্রিল ) সকাল সাড়ে এগারোটায় পশ্চিম বাজারস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে ( ট্রাফিক পয়েন্টে) সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির।
এসময় তিনি বলেন ইসরাইল গাজা ও রাফায় নির্বিচারে শিশু মহিলা সহ বেসামরিক মানুষ হত্যা করছে, যেটি গণহত্যা। এই গণহত্যার প্রতিবাদে বিশ্ব মুসলিম সহ মানবতাবাদী মানুষেরা আওয়াজ তুলেছেন। এই চলমান গণহত্যার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সারাদেশে যে কর্মসূচি ঘোষণা করেছেন এরই অংশ হিসাবে আমরা সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠন আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছি। মুসলমান হিসাবে এই গণহত্যার প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব।তিনি বলেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জাতিসংঘে দাবী রেখেছিলেন। সেই থেকে আজ অবধি জাতীয় পার্টি ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে আছে আগামীদিনেও থাকবে।আমরা অবিলম্বে এই হামলা বন্ধের দাবী জানাই। জাতিসংঘকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই বিষয়ে আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশ সরকারের প্রতি আমরা অনুরোধ রাখতে চাই ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধ সহ স্বাধীনতার পক্ষে আরো জোড়ালো কর্মসূচি গ্রহণ করুন।
সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক ডাঃ চাঁন মিয়া, হাবিলদার অবঃ মোর্শেদ ও নজির হোসেন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ জেলা জাতীয় মহিলা পার্টির যুগ্ন আহ্বায়ক ফরিদা বেগম ও মমতাজ বেগম সুনামগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সুমন আহমদ স্বপন সুনামগঞ্জ পৌর জাতীয় যুব সংহতি নেতা শাহিন আহমেদ মিন্টু ও সাব্বির আহমদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন, জয়নাল মিয়া, জাতীয় পার্টি নেতা আলীনুর, আলিম উদ্দিন পীর এনামুল হক শাহরুখ বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টি নেতা শওকত আলী হোসেন আহমদ গৌরারং ইউপি জাপা নেতা মিজানুর রহমান নান্নু তালুকদার ইকবাল হোসেন মোহাম্মদ আলী প্রমূখ।