পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিষয়াদি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ মে রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের তাজপুর গ্রামে সাহাব উদ্দিনের বসতবাড়িতে।
আহতরা হলেন—আইয়ুব আলী, পিতা: মৃত আব্দুল খালেক, জিয়াউদ্দিন, পিতা: আইয়ুব আলী, ফয়সল, পিতা: অজ্ঞাত, এবং জুবেদা খাতুন, স্বামী: ইছব আলী৷
এই ঘটনায় বসতবাড়ির মালিক সাহাব উদ্দিন বাদী হয়ে একই গ্রামের আব্দুস সমাদের পুত্র মো. রফিকুল আলমকে ১নং আসামি করে নামীয় ২৪ জন এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন৷ যার মামলা নং-১০, তারিখ: ০৯/০৫/২০২৫ইং।
মামলায় উল্লেখ করা হয়েছে, প্রতিপক্ষের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাহাব উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে পুরুষ ও মহিলাদের মারধর করে এবং ঘরে থাকা নগদ টাকা, দোকানের মাল লুট, ফার্মের মোরগ লুট এবং গোলার ধান তছনছ করে নির্বিঘ্নে চলে যায়৷ যাওয়ার সময় সময় হুমকি দিয়ে যায়৷ এ ব্যাপারে মামলা মোকদ্দমা করলে সাহাব্বুদ্দিন ও তার প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে৷
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ মামলাটি রেকর্ড ভুক্ত করে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা করছে৷