গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আজ শুক্রবার ৬ই মার্চ রবিবার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ১৫ টি ইউনিয়নের জাতীয় পার্টি,জাতীয় যুব সমাজ ও ছাত্র সমাজের নেতা কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় পার্টি থেকে নির্বাচিত ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জে আসনের সাবেক এমপি,মিডিয়া ব্যাক্তিত্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ৫ই আগষ্টে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনা করে এবং  শোক সন্তপ
 পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সেই সাথে আহতদের প্রতি সমবেদনা জানান।তিনি আরো বলেন ৫ ই আগষ্টের পর বাংলাদেশ পুরোপুরি ভারতের প্রভাব মুক্ত হয়েছে। বিপ্লবের সুফল ঘরে তুলত চাইলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো বিনির্মানে সকল রাজনৈতিক দল ছাড়াও বুদ্ধিজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিঃস্বার্থ ভাবে এগিয়ে আসতে হবে।তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনের জন্য মৌলিক কিছু সংস্কার করে অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহবান জানান। এসময় উপজেলা,পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ১৫ টি ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।