গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানী বাজার খালে সেতু নির্মাণে ধীরগতি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাঁকোয় পারাপার হচ্ছে মানুষ।

খালের উপর নির্মিত কাঠের  সাঁকো দিয়ে  গ্রামের শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করছেন। এ ছাড়াও একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সাঁকো দিয়ে যাতায়াত করছেন। এলাকার বাসিন্দারা  বলেন, এলাকার জনপ্রতিনিধিদের কাছে জিজ্ঞাসা  করলে বলে কাজ চলতেছে কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্নরূপ। জানা গেছে, স্থানীয় মানুষ চাঁদা তুলে সাঁকোটি মেরামত করেন।

প্রতিদিন কৃষিপণ্য নিয়ে গ্রামের মানুষ ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। কোনো অসুস্থ মানুষকে উপজেলা হাসপাতালে নিয়ে আসতে চরম দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ সেতুর কাজ ধীরগতিতে হচ্ছে আর এই ধীরগতির কারনে চরম দুর্ভোগের শিকার  স্থানীয় বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা বলেন, আদানী বাজার  খালের উপর সেতু নির্মাণের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয় তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।