গত (শনিবার) রাতে বানিয়াচং উপজেলা পরিষদের ০৬ বীর আর্মি ক্যাম্প থেকে মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে দক্ষিণ-পূর্ব বানিয়াচং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যাএাপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী শিবলু (৩৫) সহ আরও একজনকে আটক করা হয়।
সেনা সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ৭ পিস, পোয়েল পেপার ৫টি, নগদ ১১৪০ টাকা, টেডা ৯টি, দোশী দা ৩টি, কেচি ৪টি ও মোবাইল ফোন ৩টি জব্দ করা হয়েছে।
আটককৃতদের পরিচয় : মোঃ শিবলু (৪৫), পিতা: মজুম উল্লাহ। সে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা এবং মোঃ জাকির (৩২), পিতা: আব্দুল নূর। সে বানিয়াচং নামাপড়ার বাসিন্দা।
এ বিষয়ে সেনা সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ও দেশীয় অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয় যুব সমাজ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ানো এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে