আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। গতকাল শনিবার জেলা বাসদ কার্যালয়ে দলের জেলা ফোরামের সভায় প্রার্থী চুড়ান্ত করা হয়। জেলা বাসদ সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায়  প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়, প্রার্থী  হলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনে কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী,
 হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে কমরেড আব্দুল কদ্দুছ মজুমদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে কমরেড লোকমান আহমেদ তালুকদার, 
এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে কমরেড আক্তার হোসেন অলক। 
প্রার্থীরা বাসদের নির্বাচনী প্রতীক মই মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।