লালমনিরহাটের ভুট্টাক্ষেত থেকে মস্তববিহীন গৃহবধূর মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর পরিচয় মিলেছে।

লালমনিরহাটের ভুট্টাক্ষেত থেকে মস্তববিহীন গৃহবধূর মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর পরিচয় মিলেছে। এবং তার সতীনের তথ্য অনুযায়ী ৭২ ঘন্টা পর লালমনিরহাটের  ভারতের বর্ডার সীমান্তে  থেকে  মাথাউদ্ধার করেছে পুলিশ । এবং ঐ গৃহবধূর বাবার বাড়ি ভারতে ‌।  ঐ গৃহবধূর নাম হাসিনা বেগম । তিনি জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিগলটারি গ্রামের ভ্যান চালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী।   পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন গতকাল (৫ মার্চ ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টাক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহের বাকি অংশটি উদ্ধারের জন্য তল্লাশি চালায় লালমনিরহাট সদর থানা পুলিশ। আজ (৬ মার্চ ) পুলিশ ঐ গৃহবধূর স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও রক্তাক্ত পোশাক উদ্ধার করে। তবে স্বামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছে। হত্যাকান্ডের রহস্য ও ঘটনা উদঘাটন এবং আসামি গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানা পুলিশ।