লালমনিরহাটের ভুট্টাক্ষেত থেকে মস্তববিহীন গৃহবধূর মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর পরিচয় মিলেছে। এবং তার সতীনের তথ্য অনুযায়ী ৭২ ঘন্টা পর লালমনিরহাটের ভারতের বর্ডার সীমান্তে থেকে মাথাউদ্ধার করেছে পুলিশ । এবং ঐ গৃহবধূর বাবার বাড়ি ভারতে । ঐ গৃহবধূর নাম হাসিনা বেগম । তিনি জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিগলটারি গ্রামের ভ্যান চালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন গতকাল (৫ মার্চ ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টাক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহের বাকি অংশটি উদ্ধারের জন্য তল্লাশি চালায় লালমনিরহাট সদর থানা পুলিশ। আজ (৬ মার্চ ) পুলিশ ঐ গৃহবধূর স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও রক্তাক্ত পোশাক উদ্ধার করে। তবে স্বামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছে। হত্যাকান্ডের রহস্য ও ঘটনা উদঘাটন এবং আসামি গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানা পুলিশ।