কেবল ছবিতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন তিনি। ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট করেছেন অনীত। সেখানে তিনি যেমন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তেমনি তুলে ধরেছেন তার মনের ভেতরের অজানা এক ভয়ের কথা।
নিজের বেশ কয়েকটি ছবির সঙ্গে অনীত লিখেছেন, ‘আমি শুধু এটাই বলতে চাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি হয়তো আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু আমি জানি আমি আপনাদের খুব ভালোবাসি। আপনারা আমাকে যে অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন, তা আমি কীভাবে ফিরিয়ে দেব তা আমার জানা নেই।’
অপ্রত্যাশিত এই সাফল্যের পর নিজের মনের কথা অকপটে জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি এখন ভয়ও পাচ্ছি। ভয় হয় যে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব কিনা। কিন্তু আমার কাছে যা কিছু আছে, এমনকী আমার ছোট্ট টুকরোটাও আমি উৎসর্গ করে দেব।’
শেষে লিখেছেন, ‘যদি তা আপনাদের হাসাতে বা কাঁদাতে পারে, অথবা আপনাকে কিছু মনে করিয়ে দেয়, তাহলে হয়তো সে জন্যই আমি এখানে আছি এবং আমি চেষ্টা করে যাব। আমি হয়তো পারফেক্ট নই, কিন্তু আমার যা কিছু আছে তা নিয়ে আমি আছি কারণ আমি আপনাদের ভালোবাসি।’