মাগুরায় ধর্ষণ ও পাশবিক নির্যাতনের কারণে মারা যাওয়া ৮ বছরের শিশু আছিয়া খাতুনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিলেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান এবং তিনি বলেন আছিয়ার বিচার কার্যক্রম যেন ৯০ দিনের মধ্যে শেষ করা হয় । শনিবার (১৫ মার্চ) সকালে হেলিকপ্টারে এসে মাগুরায় পৌছান তিনি। পরে গাড়িতে করে যান আছিয়ার গ্রামের বাড়ি শ্রীপুরের জারিয়ায়।  ডাঃ শফিকুর রহমান আছিয়ার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। একইসঙ্গে এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত বিচার দাবি জানান। দেশবাসী সকলে তাদের পরিবারের সঙ্গে আছে বলে জানান তিনি। সেখানে আছিয়ার কবরের পাশে দাড়িয়ে জিয়ারত করেন তিনি। পরে এক দোয়া অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির। এসময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামাতের আমির অধ্যাপক এমবি বাকের সহ নেতাকর্মীররা।