বগুড়ার আদমদীঘি উপজেলার মুরাইল বাজার সংলগ্ন কোথবাউর নামক স্থানে ছাড় ফ্যাক্টরির সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরইল বাজার থেকে আজ ভোরে কাজ শেষ করে নওগাঁর দিকে যাচ্ছিলেন ট্রাক্টর টি, এবং একই দিকে যাচ্ছিলেন বালু বোঝাই একটি ট্রাক, ট্রাক ড্রাইভার টি ট্রাক্টর গাড়িটিকে ওভারটেক করার সময় অপর দিক থেকে একটি গাড়ি আসায় বালু বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর কে সজোরে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে জমিতে নিয়ে যায়।এতে  ট্রাক্টর চালক আকবর আলী (২৫)মাথার এবং বুকে গুরুতর আঘাত পেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে নিয়ে যায়, সেখানে থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকবর আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের মন্ডলের ছেলে। 
আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান বলেন,আজ সকালে ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে ট্রাক্টর চালক হয়েছে, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।