মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমি কুড়িগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মন্জুরুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভূষিত দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট এ.এম আব্রাহাম লিংকন। বিশেষ অতিথি ছিলেন, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম।

কুড়িগ্রামে নানা আয়োজনে বীর প্রতীক তারামন বিবি ও দেশ বরেণ্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এঁর জন্মদিন পালিত হয়েছে। তাঁদের জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, কুড়িগ্রাম আলোচনা সভা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।


মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমি কুড়িগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মন্জুরুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভূষিত দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট এ.এম আব্রাহাম লিংকন। বিশেষ অতিথি ছিলেন, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম।


আলোচনা অনুষ্ঠানে শ্রদ্ধাভরে বীর প্রতীক তারামন বিবি ও সৈয়দ শামসুল হক এঁর জীবনের গৌরবময় কর্মকান্ডের উপর আলোচনা করেন বক্তারা। 


আলোচনা সভা শেষে চিত্রাংকন ও আবৃত্তি  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শিশুদের নিয়ে প্রধান অতিথি দুই মহান ব্যক্তির জন্মদিনের কেক কাটেন এবং মিষ্টি মুখ করেন। মিষ্টি মুখ শেষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


সবশেষে "বৈশাখীর রং লাগাও প্রাণে" এর আয়োজনে যে সকল প্রশিক্ষর্ণার্থীরা স্টেজে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়।