মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ নৌ শ্রমিক ওমর আলীর (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মৃত ওমর আলী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মধ্যমপাটুলি গ্রামের মো.জোবেদ আলীর ছেলে।
শনিবার (১৫ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
এর আগে গেল বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে উল্লেখিত এলাকায় একটি অজ্ঞাত লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেড থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ওমর আলী। সে নাফিজ তাসিম" নামের ওই বাল্কহেডে সুকানি হিসাবে কর্মরত ছিলেন। ৫৬ ঘণ্টা পর ভবানীপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে লাশ ভেসে উঠে।
বিষয়টি গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুব আলম নিশ্চিত করে বলেন, আজ শনিবার ঘটনার স্থলে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়ে লাশ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানান এই কর্মকর্তা।