আজ সকালে জামালপুর জেনারেল হাসপাতালে এই কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিভিল সার্জনের কার্যালয়

আজ সকালে জামালপুর জেনারেল হাসপাতালে এই কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিভিল সার্জনের কার্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুমি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এবারে জেলায় ১ হাজার ৭০৪টি কেন্দ্র থেকে মোট ২ লাখ ৯৮ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।