আজ সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এই খেলার আয়োজন করে

আজ সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এই খেলার আয়োজন করে। জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনির সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মাগুরা জেলা ক্রিকেট দল বনাম কুষ্টিয়া জেলা ক্রিকেট দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।