মানুষের জন্য মানুষ। আর অসহায় মানুষের সাহায্যের জন্য সংগঠন।

বন্ধু বান্ধবদের পারস্পরিক কল্যাণ ও আর্ত মানবতার সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ২০২৪ সালের মে মাসে আত্মপ্রকাশ করে।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের মধ্যে ত্রান সহায়তা প্রধানের মাধ্যমে সংগঠনটি  প্রথম সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ)  বিকাল ৩.০০টা (ঘটিকায়) "ফ্রেন্ডস ফরএবার ব্যাচ- ২০০৩" সংগঠন এর অস্থায়ী কার্যালয় ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ে  সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার পর এলাকার অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন "ফ্রেন্ডস ফরএভার ব্যাচ -২০০৩" সংগঠনের সভাপতি প্রফেসর মো: মমিনুল ইসলাম। 
প্রফেসর মুমিনুল ইসলাম এর সভাপতিত্বে "ফ্রেন্ডস ফরএভার ব্যাচ-২০০৩" সংগঠনের কোষাধ্যক্ষ ডা: আবু হানিফ আক্তার এর  সঞ্চালনায়,  কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু হয়। এ সময় সংগঠনের সদস্যরা অসহায় মানুষদের  বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
উক্ত  ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন  সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মাস্টার  ,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাছান, প্রচার সম্পাদক আহাম্মদ হোসাইন (রাজন) এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 
এ সময় উপস্থিত সংগঠনের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের উন্নয়নে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। 
সংগঠনের  সভাপতি মো: মমিনুল ইসলাম  তার বক্তব্যে বলেন, সংগঠন  টি প্রতিষ্ঠার পর থেকে ফতেহাবাদ, নোয়াবগঞ্জ ,বুড়িরপার, সুবিল সহ আশেপাশে গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে  সহায়তা করে আসছে আগামীতে আরো ভালো আয়োজনে আর্থিক সহায়তার কাজ অব্যাহত থাকবে। প্রতিটি মানবিক কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করা হবে।  এলাকার প্রতিটি অসহায় পরিবারকে শিক্ষা, চিকিৎসা ও খাদ্য সামগ্রী দিয়ে কিভাবে তাদের মুখে হাসি ফুটানো যায় সেই লক্ষ্যে এই সংগঠনটি কাজ করবে। ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলা ও প্রতিবেশীর হক আদায়ের প্রতি সংগঠনের সকল সদস্যদের প্রতি তিনি আহ্বান  জানান। 
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল -
১/খাজুর
২/ মুড়ি 
৩/ ছোলা
৪/ চিনি
৫/ তৈল
৬/ পেয়াজ
৭/আলু।