ধামরাইয়ে তেল বাহী ট্রাক চাপায় তপু মনি দাস (১২) নামে এক স্কুল ছাত্রের নিহতের খবর পাওয়া গেছে। বেপরুয়া গতিতে চলমান ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কালামপুর - সাটুরিয়া আঞ্চলিক সড়কের রামবনরা এলাকায় দূর্ঘটনাটি ঘটে। তপু মনি দাস স্থানীয় প্রত্যশা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এই ঘটনায় ট্রাকসহ ড্রাইভার ও তার হেলপারকে আটক করেছেন এলাকাবাসী। নিহত তপু মনি দাস ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে রামরাবন গ্রামের অজিত মনি দাসের ছেলে। আটককৃত ট্রাক ড্রাইভারের নাম ইসলাম হোসেন (৪০), ও হেলপার সিয়াম হোসেন (৩০)। স্থানীয়রা জানান, সাটুরিয়া থেকে কালামপুরগামী একটি তৈলবাহী ট্রাক রামরাবন এলাকায় পৌছালে স্কুল ছাত্র তপু বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় বেপরুয়া গতিতে চলমান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অমল রায় বলেন, তেলবাহী ট্রাক তার চালক ও হেলপারকে আটক করেছেন এলাকাবাসী। নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।