এসময় উপজেলা বিএনপির সভাপতি জনাব খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মৃধা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার , ইউট্যাব ও জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড মামুনুর রশিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলা বিএনপি'র সদস্য জনাব খন্দকার ইমাম হোসেন নাসির , অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি বৃন্দের পক্ষে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব তারিকুল ইসলাম।। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জনাব খলিলুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মৃধা ।
বক্তারা বলেন, “বিএনপি সব সময় দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।