অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মৃধা। পরে তিনি সদস্য নবায়ন ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথি জনাব খলিলুর রহমানের বক্তব্যে তিনি বলেন, “বিএনপি হচ্ছে দেশের জনগণের আসল প্রতিনিধি দল। আজকে আমরা যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করলাম, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে সফল করব।” এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটের বিএনপিকে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ।
উদ্বোধক হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মৃধা বলেন, “যত বেশি তরুণ, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে, তত বেশি বিএনপি গণআন্দোলনে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে" এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ মার্কার সমর্থনে ভোট চান।
অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা তরুণ প্রজন্মকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাস্থলে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ধানের শীষ স্লোগানে পূরো উপজেলা ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয় গ্রাম থেকে আসা সাধারণ কর্মীরাও নতুন করে সদস্যপদ গ্রহণ করার জন্য বিএনপির সঙ্গে যুক্ত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মাওলানা মোঃ রুহুল আমীন হাওলাদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব জে এম খলিলুর রহমান।