পাটগ্রাম উপজেলায় রমাদানের পবিত্র মাসে ইফতার উপলক্ষে ফ্রুট বিতরণের একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। তাঁর পক্ষ থেকে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান মহোদয়কে ইফতার ফ্রুট হস্তান্তর করা হয়েছে।
ফ্রুট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর আমির সোহেল রানা, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আনিছুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাসুদ রানা, রাসেল ইসলাম, ইমরান হোসেন বিপ্লব সহ পৌর জামায়াত নেতৃবৃন্দ। তাঁরা এই উদ্যোগকে সামাজিক সম্প্রীতি ও মানবিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। ইউএনও জিল্লুর রহমান এই উদ্যোগে স্বাগত জানিয়ে আনোয়ারুল ইসলাম রাজু মহোদয় কে ধন্যবাদ জানান।