গোপালগঞ্জের কাশিয়ানী ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একযোগে ২০টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আকাশ মিয়া নামে এক মরিশাস প্রবাসী যুবকের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।  গতকাল রবিবার (১৬ মার্চ) বিকালে কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় প্রায় তিন সহস্রাধিক রোজাদারের মধ্যে এ ইফতার পৌঁছে দেওয়া হয়।  মরিশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক।  খোঁজ নিয়ে জানা গেছে, সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন মরিশাস প্রবাসী যুবক আকাশ মিয়া। বিশেষকরে ইতোমধ্যে একযোগে দশটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে অংশ নিয়ে তা বাস্তবায়ন করেছেন। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরইমধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়কাল থেকে এলাকার কয়েকশো হতদরিদ্র পরিবারকে প্রতিমাসে চাল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতি ঈদে বস্ত্র, খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ করে অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বেশকিছু হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ করে প্রশংসায় ভাসছেন এ যুবক। প্রতিমাসে এলাকার পাঁচটি এতিমখানায় প্রয়োজনীয় চাল সরবরাহ করেন তিনি।  আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিক মিয়া বলেন, 'পবিত্র মাহে রমজানে প্রতিবারের ন্যায় এবারও মরিশাস প্রবাসী আকাশ মিয়ার উদ্যোগে ২০টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় প্রায় তিন হাজার রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।'  আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আশিকুর রহমান বলেন, 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই ব্রত নিয়ে মানব কল্যাণে এগিয়ে চলেছেন মরিশাস প্রবাসী আকাশ মিয়া। এলাকায় গরীব-দুঃখী মানুষের পরম বন্ধু হিসেবে ইতোমধ্যেই মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।'  জানতে চাইলে মরিশাস প্রবাসী আকাশ মিয়া মুঠোফোনে জানান, 'পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ২০টি মসজিদ ও মাদ্রাসায় ইফতার পৌঁছে দেওয়া হয়েছে। একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই মৃত্যুর আগে পর্যন্ত মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।