চট্টগ্রামের ২ নম্বর গেটের চট্ট টার্ফ মাঠে ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো “এইড অ্যাওয়ার” শীর্ষক একটি মেডিকেল ট্রেনিং ওয়ার্কশপ, যা আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা। এই ওয়ার্কশপের মূল লক্ষ্য ছিল যুব স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি মুহূর্তে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার দক্ষতা অর্জনে সহায়তা করা। ওয়ার্কশপে অংশ নেয় ৪৫ জন স্বেচ্ছাসেবক।
প্রশিক্ষণটি পরিচালনা করেন চিকিৎসক ডা. শাজেদ মনোয়ার সাইমুম, যেখানে ব্লাড প্রেসার, ব্লাড সুগার, রক্তের গ্রুপ নির্ধারণ, ব্যান্ডেজিং এবং দুর্ঘটনায় প্রাথমিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি সফলভাবে সমন্বয় করেন আফরিন ফেরদৌস এবং সাব্বির হোসেন। অংশ নেন ইবতিদ ইয়াসার জিনান, আসিফুর রহমান, জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম, আনিকা তাবাসসুম, তাফরিহা নুর এবং আরাফাত হোসাইন প্রমুখ।