বরিশালের হিজলায় মাদকের আস্তানায় পুলিশের হানা থেকে বাচতে মাদক বিক্রেতা ও মাদকসেবন কারীদের বিরুদ্ধে ব্রীজ ভাঙ্গার অভিযোগ পাওয়া যায়। জানা যায় উপজেলা সদর পশ্চিম খুন্না গোবিন্দ্রপুর সরকারী হিজলা কলেজ সংলগ্ন খালের পশ্চিম পারে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার স্থানীয় সাধারন মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। বাউশিয়া গ্রামের ইউপি সদস্য ঝন্টু হাওলাদার সংবাদকর্মীদের জানায় মেঘনা নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলো এখানে বসতি স্থাপন গড়ে তুলছে।

এসব ভাঙ্গন কবলিত মানুষের সুবিধার্থে তারা নিজেরা সবাই মিলে কাঠবাশ দিয়ে একটি ব্রীজ নির্মান করি। এখানে কিছু জুয়ারু মাদকসেবীরা প্রতিরাতে জুয়া ও মাদকের আস্তানা গড়ে তুলছে। যাতে পুলিশ হানা না দিতে পারে সেজন্য তারা ব্রীজ ভেঙ্গে ফেলছে। সরোজমিনে পরিদর্শনে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার ও বড়জালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার ঘটনাস্থানে যায়। তখন নির্বাহী কর্মকর্তা ব্রীজ ভাঙ্গার সাথে জড়িত অপরাধীদের তালিকা তৈরী করেন। ঘটনার সাথে জরিত থাকা অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন ।