মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌর শহরের প্রধান সড়কে সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস অপরাধ করার সাহস না পায়। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সুজানগর পৌর শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান।