বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন ইসলামি আন্দোলনের ৪ নম্বর ওয়ার্ড শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়েছে৷ কমিটিতে
হাফেজ মাওলানা আনিছুর রহমান সভাপতি ও  মাজেদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে ইউনিয়নের দমদমা পূর্বপাড়ায় সান্তাহার ইউনিয়ন ইসলামি আন্দোলনের এক সভায় ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক। শপথ বাক্য পাঠ করান সাধারণ সম্পাদক আব্দুস সালাম। নতুন কমিটিতে সহ সভাপতি হয়েছেন- আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সহ সাংগঠনিক আবদুল লতিফ,  প্রচার সম্পাদক আরিফ হোসেন।