বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পদ বিভাগ। সোমবার সকাল থেকে সান্তাহার জংশন স্টেশনের রেলগেট ও আশপাশে অবৈধভাবে নির্মাণাধীন দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে রেলওয়ের ভূসম্পদ বিভাগের সঙ্গে জিআরপি থানা পুলিশ, ফাঁড়ি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সেনা বাহিনী ও সান্তাহার রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা, সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম, সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, দেওয়ান পেয়ারুল হক, শ্যামল দত্ত, রেলওয়ে কানুনগো মনোয়ারুল ইসলাম, জিআরপি থানার ওসি হাবিবুর রহমান ও নিরাপত্তা বাহিনির ইন্সপেক্টর নূর-এ নবী প্রমূখ। 
অভিযানে সান্তাহার জংশন স্টেশন এলাকায় আওয়ামীলীগ অফিস ও মুক্তিযোদ্ধা সংসদসহ সাড়ে তিন শতাধীক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা এবং দেড় শতাধীক দোকানে অবৈধভাবে গড়ে তোলা বারান্দা উচ্ছেদ করা হয়।   
স্টেশনের রেলগেট ও পার্শ্ববর্তী এলাকায় এসব প্রায় পাঁচ শতাধীক অবৈধ দোকানপাট গড়ে ওঠায় ট্রেন চলাচলে বিঘœ ঘটে। মূলত এ কারনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।